Course Details

Home - Course Details

Calculator Free Medical Admission Question Solve Course

Description

মেডিকেলের শুধু ইনফর্মেটিভ মুখস্থ টাইপ প্রশ্ন আসে। এই ভুল ধারনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বায়োলজি থেকে ম্যাথ টাইপ প্রশ্ন করার সুযোগ না থাকলেও কেমিস্ট্রিতে ১০ টা চ্যাপ্টারের মাঝে ৫ টা  চ্যাপ্টার রয়েছে  যা ম্যাথ সম্বলিত এবং ২৫ টা প্রশ্নের মাঝে ৬-৭ টা ম্যাথ টাইপ প্রশ্ন হওয়া টা অস্বাভাবিক নয়। আবার অন্য দিকে ফিজিক্সে ২১ টা চ্যাপ্টার, ২০ টা প্রশ্ন সেখানেও ৭-৮ টা ম্যাথ টাইপ ক্যালকুলেশন সম্বলিত প্রশ্ন হওয়া খুবই যুক্তিযুক্ত। কিন্তু পুরো মেডিকেল এডমিশন জার্নিতে আমরা ম্যাথ টাইপ প্রশ্ন খুব কম সলভ করি তার উপর আমাদের ক্যালকুলেটর নির্ভরতা আরও সমস্যার কারন হয়ে দাড়ায়। 

 

তাহলে উপায় কি? 

যদি কেউ ধরে ধরে ম্যাথ টাইপ প্রশ্ন গুলো ধরে ধরে  সলভ করাতো। দশমিকের গুণ, লগারিদম, Ph এর ম্যাথ, ছোট ছোট ক্যালকুলেশন দেখিয়ে দিতো অথবা বলে দিতো এতোসব অধ্যায়ের mcq এর ভীরে কোন গুলো বেশি সলভ করতে হবে বা কোন গুলো চাইলে স্কিপ করা যায়। তাহলেই পুরো জার্নি আরও ইফেক্টিভ ইজি করা সম্ভব। 

 

Medi Math এই কোর্সে আমরা ক্যালকুলেশন এর বেসিক থেকে শুরু করে, লগারিদমিক, Trigonometric value, ক্যালকুলেশন ,শর্ট টেকনিক এবং অপশন দেখেই কিভাবে সহজে এন্সার বের করে আনা যায় বা চিনতে পারা যায় সে সব কিছু নিয়েই আলোচনা করেছি।। ফিজিক্সের দুই পেপারের ২১ টা চ্যাপ্টারের পাশাপাশি কেমিস্ট্রির ৫ টা চ্যাপ্টারের টোটাল ২৬ টা চ্যাপ্টারের বেসিক থিওরি, mcq শর্ট টেকনিক ইম্পর্টান্ট টপিক সহ সব কিছুর বেসিক আইডিয়া দেওয়া হয়েছে।যা তোমাকে ম্যাথম্যাথেটিকাল প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আরও কনফিডেন্ট করবে।

 

Special: আলাদা একটা পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে নিজের যেকোনো প্রবলেম, প্রাক্টিস করতে গিয়ে বুঝতে না পারা ম্যাথমেটিকাল প্রশ্ন ,ডাউট জিজ্ঞাসা করে সলভ করে নিতে পারবে।পাশাপাশি প্রতি সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন থাকবে যেখানে তোমার নিজের জিজ্ঞাসা থাকলে করতে পারবে।ইভেন যেকোনো প্রয়োজনে whatsapp এ পার্সোনালি নক দিয়েও সলভ করে নিতে পারবে।

 

 

Shahria Tanvir Joy

Shahriar Tanvir Joy.
MBBS, Sir Salimullah medical college
Buet-562th(Mechanical Engineering)
Dental-71th(Dhaka dental college)
Second time-Rangpur medical college
Dhaka University-785th
Armed Forces medical college-selected.

Benefits

FAQ

ক্লাস গুলো রেকর্ডেড। ভর্তি হয়েই শুরু করতে পারবে। গাইডলাইন সেশনের ক্লাস গুলো জুমে নেওয়া হবে

মেডিকেল এক্সামের আগে পর্যন্ত প্রতি শুক্রবার একটা করে গাইডলাইন সেশন থাকবে এবং নিজের জিজ্ঞাসা,ডাউট ক্লিয়ার করে নিতে পারবে।

হ্যা আলাদা ডেডিকেটেড whatsapp গ্রুপ থাকবে যেখানে তোমাদের নিজেদের পড়ার ফাকে ফাকে যেসব ম্যাথে প্রবলেম হয়েছে বা কোচিং এ যেসব প্রশ্ন বুঝতে পারোনি সেগুলো সলভ করে নিতে পারবে

রেকর্ডেড ক্লাস গুলো কোথায় দেখবো?

Facebook এ পিন পোস্টে ক্লাস নাম্বারিং সহ গুছানো থাকবে।সেখানে থেকে দেখতে পারবে

 

না, তবে আমাদের মেডিকোফাইল গ্রুপে মেম্বার এড করে পেজে নক দিয়ে একটা নির্দিষ্ট কুপন কোড এর মাধ্যমে আমরা ডিস্কাউন্টের ব্যবস্থা করেছি। পেজে নক দিয়ে জেনে নিতে পারবে।

না। এটা তোমার বিবেক কেই জিজ্ঞাসা করো যে এটা উচিত কি না। কারো আর্থিক সমস্যা থাকলে আমাদের পেজে জানাতে পারো আমরা ডিস্কাউন্ট কুপনের ব্যবস্থা করবো শর্ত সাপেক্ষে তবে এক একাউন্ট দিয়ে একাধিক ফ্রেন্ড ক্লাস করা যাবে না। করলে নিজের কার্যকলাপের জন্য সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকবে

শুধু কি চ্যাপ্টারের প্রশ্ন ই কভার করা হয়েছে? 

না।প্রয়োজনীয় বেসিক এর পাশাপাশি বই এর উদাহরন অধ্যায়ের mcq বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো কভার করা হয়েছে।

Play Video

Course Details:

Course Price:

2999 Tk

Instructor

Md Shahria Tanvir Joy

Lesson Duration

Updating

Lessons

Updating

Places for Students

counting

Language:

Bangla

Certifications

Upcoming

An edu tech platform where it presents with Guideline session, Academic and admission courses to make the journey well co ordinated, Interlinked and easy so that you can take the best preparation with your utmost and heartiest effort and learn something effective and implacable.

Quick Links

About

Help Centre

Business

Contact

About Us

Terms of Use

Our Team

How It Works

Accessibility

Support

FAQs

Terms & Conditions

Privacy Policy

Career

© Medicophile 2024